বান্দরবান প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে ঈদের জামায় খুশির সাজ সবার মাঝে ছড়িয়ে যাক” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম আইএফআইসি ব্যাংক।
গত ৪ মার্চ ২০২৫ ইং তারিখে বান্দরবান সদরে অবস্থিত “উলুমুল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র প্রায় ৪৫জন শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়।
আইএফআইসি ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম এর উপস্থিতিতে উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার ফারুক আহমেদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আলা-উদ্দীন শাহরিয়ার, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলম, মাদ্রাসা সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ ইমন প্রমুখ। উল্লেখ্য, দেশব্যাপী সকল জেলা সমূহে পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।