সাব্বির, বিশেষ প্রতিনিধি
আজ (শনিবার) সকাল ১০ ঘটিকায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি এর সহযোগিতায় এবং রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী করা হয়। র্যালী শেষে রাঙ্গামাটি পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইয়াছিন খন্দকার এবং ৫নং ওয়ার্ডের কার্যসহকারী ও জেলা শিক্ষা অফিসার জনাব মৃদুল কান্তি ধর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মঈনুল ইসলাম, স্যানিটাইজার ইন্সপেক্টর জনাব মোঃ ফিরোজ আল মাহমুদ, সহকারী কর নির্ধারক জনাব রেজাউল করিম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার জনাব মৃদুল কান্তি ধর বলেন, এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং নারীদের প্রতি সমাজের দায়বদ্ধতা প্রকাশের দিন। সমাজ, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর সমান অধিকার ছাড়া উন্নত সমাজ গঠন সম্ভব নয়। রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইয়াছিন খন্দকার বলেন, নারী দিবস আমাদের মনে করিয়ে দেয়, নারীর ক্ষমতায়ন মানে শুধু নারীদের জন্য নয়, এটি সমাজের অগ্রগতির জন্যও অত্যন্ত জরুরি। আমরা যদি সত্যিকার অর্থে নারীর প্রতি শ্রদ্ধাশীল হই, সমান সুযোগ নিশ্চিত করি এবং নারীদের পাশে দাঁড়াই, তাহলে একটি সুন্দর, সাম্যপূর্ণ সমাজ গঠন সম্ভব হবে। তাই আসুন, এই নারী দিবসে আমরা প্রতিজ্ঞা করি সমাজে নারীদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করব, নারীদের প্রতিটি পদক্ষেপে সমর্থন জানাবো এবং নারীর প্রতি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।