জাহাঙ্গীর, রাঙ্গামাটি প্রতিনিধি
গত ১৩.০৩.২৫ ইং তারিখ মুক্তিযোদ্ধা সুলতান আহমদ স্থানীয় টিভিতে স্বাক্ষাতকার দেয় , ভেদভেদীর জুয়েল, মনা, সোহেল সিরাজ, আবু, মিন্টু তার নিকট থেকে ১৭৮০০/- টাকা ছিনিয়ে নেয়। আজ তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন তিনি বলেন, তাকে কিছু পাহাড়ী লোক ভয়ভীতি দেখিয়ে তার নিকট থেকে টাকা নিয়েছে বলে টিভি মিডিয়ায় বলতে। তাই তিনি এ কথা বলেছেন বলে জানান। তিনি তার ভূল বুঝতে পেরে আজ আমাদের প্রতিনিধিকে তিনি বলেন, তার বক্তব্য তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। এটি তার ভূল ছিল। চাকমাদের ভয়ে তিনি তাদের লিখে দেয়া ব্যাক্তিদের না বলেছেন। আসলে জুয়েল, মনা, সোহেল সিরাজ, আবু, মিন্টুকে তিনি চিনেনা।