দিঘীনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সোমবার (১৭ মার্চ) বিকালে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত ইফতার ও দোয়ায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া।
এতে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রফ রাজা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বক্তব্য দেন।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের জনতাকে উদ্দেশ্য করে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, শেখ হাসিনা দেশের মানুষের ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করেছে। অন্তবর্তীকালীন সরকারকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে এ অধিকার ফিরিয়ে দিতে হবে।
খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া বলেন, সৈরাচারী আওয়ামীলীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে হত্যার উদ্দেশ্য অহেতুক মামলা দিয়ে জনশূন্য কারাগারে আটকে রেখেছিল। সেখানে নেত্রীকে নূন্যতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে।
নেতাকর্মীদের প্রতি হুশিয়ারী দিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির মধ্যে কোন নেতা সাংগঠনিক পদ বহন করে এলাকায় অন্যায়, অত্যাচার বা জুলুম- নির্যাতন করে তাহলে আপনারা সরাসরি আমাকে জানাবেন। আমরা জুলুমকারীর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নিব।
এ সময় দীঘিনালা উপজেলা বিএনপির উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।