مُؤْمِنٌ مَغْمُوْمُ الْقَلْبِ لَيْسَ فِيْهِ غِلٍّ وَلَا حَسَدٌ
“সেই মুমিন যার হৃদয় দুঃখভারাক্রান্ত, অথচ তাতে কোনো হিংসা-বিদ্বেষ নেই।” তাঁরা বললেন, ‘হে আল্লাহ’র নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! এ বৈশিষ্ট্য তো আমাদের মধ্যে পাই না। তারপর মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে?’
নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, “সেই মুমিন যে দুনিয়া-বিরাগী ও পরকালের প্রতি উন্মুখ।”
তাঁরা বললেন, “হে আল্লাহ’র নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আমরা তো রাফি ইবনু খাদীজ ছাড়া আমাদের অন্য কারো মধ্যে এ বৈশিষ্ট্য দেখতে পাই না। এরপর মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে?”
নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, “সেই মুমিন যার আচরণ সুন্দর।” [১]
[১] আল-ফাতহুর রব্বানি, ১৯/৭৬
বইঃ রাসূলের চোখে দুনিয়া, পৃষ্ঠা : ১০২