নিজস্ব প্রতিবেদক-
২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর আমীর মোঃ মাইনুদ্দিন এবং সঞ্চালনা করেন রাঙ্গামাটি পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম এবং আলোচনা সভায় পৌরসভা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং স্বাধীনতা দিবসের চেতনা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।