বিশেষ প্রতিনিধি
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় সর্বস্তরের তৌহিদী জনতার পক্ষ থেকে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। শুক্রবার জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।সেখানে প্রতিবাদকারীরা ইসরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে নানান শ্লোগান দেয়।
এসময় ভেদভেদী ইউসুফ আলী জামে মসজিদ এর জুমার নামাজ শেষে সেখান থেকে ভেদভেদী সিএনজি ষ্টেশনে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন এবং ফিলিস্তিনের গাজা ও রাফাবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- মোঃ মেরাজ উদ্দিন আল কাদেরি, খতিব, রুপনগর জামে মসজিদের, মো: হারেজ, ইউসুফ আলী, ইমাম, জামে মসজিদ, মোসলে উদ্দিন সিরাজি, খতিব, বায়তুল সালাম জামে মসজিদ। বক্তব্য শেষে ফিলিস্থিনি জনগনের জন্য মোনাজাত মো নাসির উদ্দিন, খতিব ওয়াপদা জামে মসজিদ।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষ ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। জাতিসংঘ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন- বিশ্ব মোড়লরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। তারা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা।