বিশেষ প্রতিনিধি
শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ।
জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি-পিকআপভ্যান সংঘর্ষে ৫ জন নিহতের খবর পাওয়া যায়।
নিহত ব্যক্তির নাম ১। নামঃ তোরাপ, পিতাঃ সোহরাব, গ্রাম- চৌধুরী পাড়া, পোঃ+থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম, ২। নামঃ নূন নাহার, স্বামীঃ আঃ রহিম, গ্রাম- পশ্চিম মনাইরটেক, পোঃ+থানাঃ কাউখালী জেলাঃ রাঙ্গামাটি, ৩। নামঃ মাহমুদুর রহমান, পিতাঃ আজ্ঞাত গ্রাম- ছাত্তারঘাট ঈসাপুর, পোঃ+থানাঃ হাটহাজারী, জেলাঃ চট্টগ্রাম, ৪। অজ্ঞাত ০১জন, আহতদের নাম জানা যায় নাই। নিহত ০৩ জনের লাশ বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি। নিহত ১ জনের লাশ রাউজান মেডিকেলে রয়েছে। আহত ০২ জন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।