বান্দরবানের থানচিতে ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে বিজিবির কর্তৃক শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ২৭০জন প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে বিজিবির পক্ষথেকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

২৯জুন রবিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন, বলিপাড়া জোনের কমান্ডার লেঃ কর্নেল মো: জহিরুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) উদ্যোগে বলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণীর ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট বিতরণ করা হয়।

রবিবার সকালে বলিপাড়া জোনের কমান্ডার লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিষয়ে বলিপাড়া জোনের কমান্ডার লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। বিজিবি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য সকল শিক্ষক- শিক্ষার্থীগণকে অনুরোধ করে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজিবির পক্ষ থেকে এ ধরণের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.