নিজস্ব প্রতিবেদক-
বুধবার ১৬ই মার্চ রাঙ্গামাটির কাউখালী উপজেলার সুগারমিল এলাকায় পবিত্র মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মো মনছুরুল হক। প্রধান আলোচক জাতীয় ইমাম সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাউখালি উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক,সেক্রেটারী ডা ইকবাল হোসাইন,রাঙ্গুনীয়া রাজানগর ইউনিয়ন সভাপতি মাওলানা আলমগীরসহ বিভিন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ কুরআন নাযিলের মাসে সমাজ ও রাষ্ট্রে কুরআনের সমাজ প্রতিষ্টার গুরুত্ব উল্লেখ করেন।
প্রধান অতিথি জেলা সেক্রেটারী মো মনছুরুল হক বলেন- কুরআনের সমাজ কায়েম ছাড়া দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্টা হবে না। তাই ন্যায় কল্যাণমুলক রাষ্ট্র প্রতিষ্টার জন্য সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর উদাত্ত আহবান জানান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ রাঙ্গামাটি আসনে এডভোকেট মোখতার আহমদ ও চট্রগ্রাম -৭( রাঙ্গুনীয়া) হতে অধ্যক্ষ আমীরুজ্জামানকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক-
২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পৌরসভার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পৌর আমীর মোঃ মাইনুদ্দিন এবং সঞ্চালনা করেন রাঙ্গামাটি পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম এবং আলোচনা সভায় পৌরসভা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং স্বাধীনতা দিবসের চেতনা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।