রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা বি.এ.ডি.সির সার ও বীজ এ্যাসোশিয়েশনের সভাপতি জুলফিকার রহমান খোকন ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সেবা ট্রেডার্সে
উপজেলা বিসি আইসি সার ডিলার সভাপতি ওহেদুল আনোয়ার রুবেল এর সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে মোকামতলার ব্যবসায়ী মের্সাস খোকন বীজ ভান্ডার এর প্রো: জুলফিকার রহমান খোকনকে সভাপতি ও নাজমুল হুদা সাকিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সার ও বীজ ব্যাবসায়ী রেজাউল করিম, রাসেল আহম্মেদ, আবুল কাশেম, শামছুল আলম, মোসলেম উদ্দিন, এনামুল হক, নূর আহম্মদ, মাসুদ প্রাং, আল মামুন, নাজির হোসেন, আব্দুল হান্নান। উল্লেখ্য, গত ১এপ্রিলে সড়ক দুর্ঘটনায় সংগঠনের উপজেলা কমিটির সভাপতি আব্দুল হাই খন্দকার মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়ে যাওয়ার কারণে জরুরী সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার রহমান খোকনকে সভাপতি নির্বাচিত করা হয়।