স্থানীয় প্রিতিনিধি
২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কাপ্তাই উপজেলায় উপজেলা মিলনায়তন কক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জামাতের ইসলামী মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার প্রত্যয় নিয়ে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ জাফর সাদেক, রাঙ্গামাটি জেলার আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, নায়েবে আমির মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি। এ সময় আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চন্দ্রঘোনা খৃষ্টান মিশন হাসপাতাল এনজিও সমন্বয়ক বিজয় মারমা। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন জামায়াত, শিবির কর্মী, বৌদ্ধ ও খ্রিস্টানদের প্রতিনিধিগন।
এ সময় আলোচনায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছর অমানবিক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে দেশবাসীকে। এখন থেকে আর তা হবে না। আসমান-জমিন যিনি সৃষ্টি করেছেন তার আইনেই রাষ্ট্র চলবে। সেই আলোকে এ দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামায়েত ইসলাম বদ্ধপরিকর। বক্তারা আরো বলেন- ইতিহাস বিকৃতি করে জামায়াতে ইসলামকে দায়ী করে দোষারোপের যে রাজনীতি চালু করেছিল তা এই দেশের মানুষ বুঝে গেছে। সেটি আর জনগনের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না বলেও জানান তারা।